আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন, ‘যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মত, যা উৎপন্ন করল সাতটি শীষ, প্রতিটি শীষে রয়েছে একশ’ দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ’। (সূরা বাকারা, আয়াত ২৬১) আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ অর্থাৎ ‘প্রতিদিন সকালে দু’জন ফেরেশতা অবতরণ করেন। তাঁদের একজন বলেন, হে আল্লাহ! দাতাকে তার দানের উত্তম প্রতিদান দিন আর অপরজন বলেন, হে আল্লাহ! কৃপণকে ধ্বংস করে দিন। (সহীহ্ বুখারী, হাদিস নং ১৪৪২)
দানকৃত মানুষের অর্থ সুনির্দিষ্ট কোনো খাতে দান করলে সেটা সে খাতেই ব্যয় করে থাকে জনকল্যাণ ফাউন্ডেশন। আর সাধারণ তহবিলের অর্থ জনকল্যাণ ফাউন্ডেশন পরিচালিত সকল সমাজ কল্যানমূলক কার্যক্রমের জন্য উন্মুক্ত থাকে এবং জনকল্যাণ ফাউন্ডেশন ধর্মীয় শিক্ষা, মানবিক সেবা মূলক যাবতীয় উদ্যোগ পরিচালনায় ব্যয় করে থাকে।
দান করুন ক্লিক করে আপনি আমাদের পরিষেবার শর্তাবলী এবং গোপনীয়তা নীতির সাথে সম্মত হন
আমাদের কাজের আওতা
© 2024 Janakollan Foundation . All rights reserved. Developed By Lumen SoftTech Limited.